রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সাদা কাগজে মেসির ছবি এঁকে চমক দেখালেন খুলনা বিএল কলেজ শিক্ষার্থী

প্রকাশিত: সোমবার, জানুয়ারী ২০, ২০২৫

প্রিয় দল আর্জেন্টিনার সেরা প্রিয় ফুটবলার লিওলেন মেসি। প্রিয় সেই ফুটবলারের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ সাদা কাগজে দেশের সবচেয়ে বড় ছবি এঁকে চমক সৃষ্টি করেছেন বিএল কলেজের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নয়ন মন্ডল। ৫৬০ পিচ এ ফোর সাইজের সাদা কাগজে নয়ন মন্ডল টানা এক মাসেরও বেশি সময় ধরে দিবা রাত্রি প্রচেষ্টা চালিয়ে অবশেষে সফল হয়েছেন মেসির আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ছবিটি ছবি আঁকতে।
প্লাস্টিক পেইন্টিংয়ের সঙ্গে সামান্য পানি মিশিয়ে তুলির আঁচড়ে তিনি তার স্বপ্নের প্রাণপুরুষ মেসির প্রতিকৃতি অংকন করেছেন।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১ টায় বিএল কলেজ ক্যাম্পাসে তার অঙ্কিত এ ছবি প্রদর্শিত হয়। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ হুমায়ুন কবির, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানসহ কলেজের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রীসহ অনেক উৎসুক জনতা ছবিটি দেখার জন্য ভিড় জমায়। ছবিটি দৈর্ঘ্য ১৭ ফুট বাই ২০ ফুট।

 

 

 

এছাড়া আমার প্রিয় প্লেয়ার মেসির ছবি এঁটেছে দেখে আরো বেশি খুশি। দোয়া করি নয়ন আরও সামনের

দিকে এগিয়ে যাক। তার এগিয়ে যাওয়ার পথে কোনো সাহায্য সহযোগিতা লাগলে আমরা সব সময় তার পাশে থাকবো ইনশাআল্লাহ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ হুমায়ুন কবির নয়ন মন্ডলের অঙ্কিত সাদা কাগজে বাংলাদেশের সবচেয়ে বড় মেসির প্রতিকৃতি প্রদর্শনীতে এসে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের কলেজের একজন স্টুডেন্ট আর্জেন্টাইন দলের বিখ্যাত ফুটবলার লিওয়েন মেসির সাদা কাগজে যে প্রতিকৃতি একেঁছে তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানলাম এই প্রতিকৃতি বাংলাদেশের কাগজে আঁকা এ যাবৎকালের সবচেয়ে বড় প্রতিকৃতি। কাগজে আঁকা এত বড় প্রতিকৃতি ইতিপূর্বে অন্য কোথাও প্রদর্শিত হয়নি। বিএল কলেজ ক্যাম্পাসে এটা প্রদর্শিত হচ্ছে জেনে ভালোই লাগছে। অন্য কোন প্রতিষ্ঠানে এটি প্রদর্শনের জন্য যদি সে উদ্যোগ নেয় তাহলে সেই প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করতে পারব। তিনি বলেন, ব্যক্তি নয়ন মন্ডল নয়, এ জাতীয় উদ্যোগ যারা নিবে, এ ব্যাপারে এগিয়ে আসবে, তাদেরকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করব।

আরো পড়ুন