রবিবার, ০৪ মে ২০২৫
প্রকাশিত: বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
খুলনায় জেলা ক্রীড়া অফিস আয়োজিত বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ও ক্রীড়া ক্লাবের অনুর্ধ্ধ পনের বছরের বালক বালিকাদের সাঁতার প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারটায় নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের রেজাউল সুইমিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের বিভাগীয় উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার।। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেজাউল সুইমিং একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।