মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

চোরাই মোটরসাইকেলসহ চোর আটক

প্রকাশিত: রবিবার, এপ্রিল ২০, ২০২৫

খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম ১৯ এপ্রিল ২০২৫ তারিখ রাতে গোয়ালখালি রেল ক্রসিং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (৩৪) কে গ্রেফতার করে। তার হেফাজত হতে চোরাই ২ টি মোটর সাইকেল, ৩ টি রাবার স্ট্যাম্প এবং ১ টি টিনের স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়। সিডিএমএস এবং থানার রের্কডপত্র যাচাই করে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-সাদ্দাম হোসেন (৩৪), পিতা-মোঃ আব্দুল আজিজ শিকদার, সাং-নিউজপ্রিন্ট গেটের ডান পাশে, থানা-খালিশপুর, খুলনা।

তার বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা নং-১৭, তারিখ ১৯/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-413/420/473 The Penal Code, 1860 রুজু করা হয়েছে।

আরো পড়ুন