শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বরিশালে সিজারে গাভীর বাচ্চা প্রসব

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

বরিশালে সম্প্রতি একটি গাভী তার বাচ্চার জন্ম দিয়েছে সিজার প্রক্রিয়ার মাধ্যমে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের।

এ ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়লে গাভী ও বাচ্চা দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে।  এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ওই গ্রামের শংকর হালদারের স্ত্রী পারুল হালদার জানান, গত ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হলে এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেওয়া হয়।  অনেক চেষ্টা করেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো সম্ভব হয়নি। 

পরবর্তীকালে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ডাক্তারদের খবর দেওয়া হয়।  ওই দিন তারা এসে বাড়িতে বসেই সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করাতে সক্ষম হন।

সিজারসহ ওষুধ বাবদ প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে গাভী ও বাছুর দুটিই ভালো আছে।

এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন বলেন, ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়েছিল। এরপর থেকে মাঝেমধ্যেই গাভীটি দেখে আসতাম। ১৩ এপ্রিল দুপুরে গাভীর প্রসব বেদনা শুরু হলে আমাকে খবর দেওয়া হয়। 

তিনি বলেন, দীর্ঘক্ষণ চেষ্টা করে স্বাভাবিকভাবে প্রসব করাতে না পেরে উপজেলা ভেটেরিনারি সার্জনকে খবর দেওয়া হয়। এরপর তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করিয়েছেন। গৌরনদীতে এই প্রথম সিজারে কোনো গাভীর বাচ্চা প্রসব হয়েছে।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে গাভীটির বাচ্চা প্রসব করানো হয়েছে। বর্তমানে গাভী ও বাচ্চা সুস্থ আছে। গাভীটি কম বয়সে গর্ভধারণ এবং বাচ্চা পরিপক্ব হওয়ায় এমনটা হয়েছে। 

আরো পড়ুন