শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
খুলনায় পূর্বের শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোঃ রিপন (২৬) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। ধারালো ছুরির আঘাতে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।
তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ,অবস্থা আশঙ্কাজনক হওয়া দায়িত্বরত চিকিৎসক রাত ৮ :৫০ পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।
শুক্রবার রাত আনুমানিক ৭ :৩০ দিকে নগরীর খালিশপুর থানাধীন বয়রা খ্রিস্টান পাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায় খ্রিস্টান পাড়া এলাকার বোরহানউদ্দিনের মেয়ে বৃষ্টির (২০) সাথে দেখা করতে আসেন মো: রিপন উক্ত স্থানে পূর্ব থেকেই অবস্থান করছিল হৃদয় (২৫)। বৃষ্টি নামক মেয়েটিকে কেন্দ্র করে রিপন ও হৃদয়ের মধ্যে সম্পর্কজনিত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পূর্বের শত্রুতার জেরে হৃদয় ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে রিপনের বাম বগল, বাম হাতের আঙুল ও বুকের মাঝখানে আঘাত করে গুরুতর জখম করে এবং তাৎক্ষণিকভাবে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে বৃষ্টি আহত রিপনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং রাত ২০:১০ ঘটিকায় তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ২০:৫০ ঘটিকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। এরপর রিপনের স্বজনরা বেসরকারি অ্যাম্বুলেন্সে করে রাত ২১:৩০ঘটিকায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এ বিষয়ে খালিশপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।