রবিবার, ২০ এপ্রিল ২০২৫

খুলনার রূপসা থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ

প্রকাশিত: বুধবার, এপ্রিল ৯, ২০২৫

বাগেরহাটের কাটাখালি এলাকায় বাস চালক বাচ্চুকে মারধর করেন মাহিন্দ্র শ্রমিকরা। এর প্রতিবাদে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এর ফলে রূপসা থেকে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।

রূপসা আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস গাজী জানান, ভোরে কাটাখালি এলাকায় বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মাহিন্দ্র শ্রমিকরা বাস চালক বাচ্চুকে মারধর করেন। এর প্রতিবাদে সকাল ৮টা থেকে তারা পূর্ব রূপসা থেকে বাগেরহাট, মংলা, মোল্লাহাট ও রামপাল রুটে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পরিবহন শ্রমিকরা রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

বাস শ্রমিকরা বলছেন, হামলাকারীদের আটক না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, বাস চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন