সোমবার, ২১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: সোমবার, এপ্রিল ৭, ২০২৫
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলাশ (১৮) নামে এক যুবক গুরুতর জখম হয়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়৷ তাকে আশংকাজনক অবস্থায় গতকাল রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো
আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
রোববার (০৬ এপ্রিল) রাতে খুলনা নগরী জাতিসংঘ পার্কে এ হামলার ঘটনা ঘটে। পলাশ খুলনা সদর থানাধীন মতলোবের মোড়ের বাসিন্দা মো: আব্দুল হামিদ খানের পুত্র৷
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর জাতিসংঘ পার্কে পুর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পলাশকে ছুরি মেরে পালিয়ে যায়৷ ছুরির আঘাতে তার নাড়িভুড়ি বের হয়ে গেছে। তাকে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।