শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

চন্দনীমহলে ঈদ স্পেশাল ক্রিকেট লীগ (সিজন-৪) জমজমাট ফাইনাল সম্পন্ন।

প্রকাশিত: শনিবার, এপ্রিল ৫, ২০২৫

চন্দনীমহল সাব-স্টেশন মাঠে অনুষ্ঠিত ঈদ স্পেশাল ক্রিকেট লীগের ফাইনালে  যমুনা ভাইকিংসকে ২৬ রানে হারিয়ে প্রথমবারের মত কপোতাক্ষ গ্লাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়।

প্লেয়ার অব দ্যা লীগ: অপূর্ব শীল সবুজ

সেরা ব্যাটার: হায়দার

সেরা বলার: হুমাউন

সেরা ফিল্ডার: সিয়াম

ইমারজিং প্লেয়ার: সাকিব

খেলায় ধারাভাষ্যের দায়িত্ব ছিলেন: বেনজির আহমেদ মুকুল।

মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন: বাবু আহম্মেদ ও রাফিন রানা।

১০টি দলের অংশগ্রহণে ঈদ স্পেশাল ক্রিকেট লীগটি ছিল দারুণ প্রতিযোগিতামূলক।

খেলাটি ঈদের ২য় ও ৩য় দিন অনুষ্ঠিত হয়। খেলাটির প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি), ওসি, দিঘলিয়া থানা ও গাজী মোঃ এনামুল হাচান মাসুম।

ধন্যবাদ আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম ও পরিচালক— রুবেল হাওলাদার, সাইফুল ইসলাম মল্লিক, সবুজ শেখ, হাকিম মল্লিক, আব্বাস, চন্দন শীলসহ সকলকে।

আরো পড়ুন