বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

খুলনায় একই রাতে পৃথক ঘটনায় ২ খুন, গুলিবিদ্ধ ২

প্রকাশিত: শুক্রবার, জুন ২৭, ২০২৫

খুলনায় একই রাতে পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। সদর উপজেলার নগরীর হরিণটন এলাকায় এবং রূপসা উপজেলায় রাজাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক দুটি হত্যাকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সন্ত্রাসীর সাব্বির (২৭) নামের এক যুবক গুলিতে নিহত হন। এ সময় আরও দুজন গুলিবিদ্ধ হন। 

বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খুলনার শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি সিন্ডিকেট বি কোম্পানি এর প্রধান গ্রেনেড বাবু তার প্রধান দুই সহযোগী কাউয়া মিরাজ এবং সাব্বির। বৃহস্পতিবার রাতে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রূপসা থানার আইচঘাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় শীর্ষ মাদক কারবারি সোহাগের বাড়িতে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই সাব্বির নিহত হন। গুলিবিদ্ধ অবস্থায় আহত মিরাজ একটি প্রাইভেট ক্লিনিক নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসা নিয়ে পালিয়ে যান। তাদের অপর সহযোগী সাদ্দাম মাথায় গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়।

ঘটনাস্থল থেকে মরদেহের পাশে ছয়টি খালি কার্টিজ, চারটি লাইভ কার্টিজ, কিছু ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। মরদেহের পাশে গ্রেনেড বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায় বলে জানান ওসি। 

এদিকে একই রাতে খুলনা নগরীর হরিণটন এলাকায় বাবলু দত্ত (৫০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রাজবাধ এলাকার দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল দত্ত দক্ষিণপাড়া এলাকার বসিন্দা অমূল্য দত্তের ছেলে।

আরো পড়ুন