শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে রিভালবার ,গুলি ও মাদকসহ আটক ৫

প্রকাশিত: মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

খুলনা সদর থানার শিপইয়ার্ড রোডের চানমারি বাজার এলাকায় যৌথ বাহিনীর (সেনা ও পুলিশ) বিশেষ অভিযানে একাধিক অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে ৩টি বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও ২৭০ পিস ইয়াবা জব্দ করা হয়।

অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। তারা হলেন: মোঃ রাজু আহমেদ, জুনায়েদ হোসেন মুন্না, মিরাজ, নিরব ইসলাম জিয়া ও শামীম হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে।

আরো পড়ুন