শনিবার, ২৬ জুলাই ২০২৫

দিঘলিয়ায় ‘ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ কমিটি’র যাত্রা শুরু

প্রকাশিত: বুধবার, জুন ১১, ২০২৫

দিঘলিয়া উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সংরক্ষণের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘দিঘলিয়া ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ কমিটি’।

সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলহাজ সারোয়ার খান কলেজের সাবেক শিক্ষার্থী রাসেল বিল্লাহ’র আহ্বানে আয়োজিত এক সভায় কমিটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোল্লা মুহাম্মদ ইয়াসিন,

সভাপতিত্ব করেন  হাসিবুর রহমান (সাদ্দাম)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক মনিরুল হক বাবুল। এছাড়াও সভায় ছিলেন শিক্ষক আল মামুন, পরিবেশবাদী নেতা শেখ তারেক এবং স্থানীয় শিক্ষার্থীবৃন্দ।

সভায় সর্বসম্মতভাবে একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়, যার আহ্বায়ক রাসেল বিল্লাহ এবং সদস্য সচিব তুহিন।

কমিটির লক্ষ্য— “অতীতের আলোয় ভবিষ্যৎকে আলোকিত করা”।

আরো পড়ুন