রবিবার, ২৭ জুলাই ২০২৫

খুলনায় চাঁদা আনতে গিয়ে সমন্বয়ক পরিচয়ে ৮ জন আটক

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবী করায় এলাকাবাসী কর্তৃক আটক ৭/৮জনকে ধরে পুলিশে সোপর্দ করার তথ্য পাওয়া গেছে।


প্রাপ্ত তথ্যে জানাগেছে, বুধবার রাত আনুমানিক সোয়া ১০টায় সমন্বয়ক রায়হান এর নেতৃত্বে কয়েকজন ছাত্র পরিচয়ে খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডের বাস্তহারা কলোনীর ২নং রোডের বাসিন্দা বাপ্পির বাসায় গিয়ে সে আওয়ামী লীগ এর রাজনীতির সাথে এবং আদম ব্যবসার সাথে জড়িত বলে ৩ লক্ষ টাকা দাবী করে।


টাকা না দিলে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করার হুমকি প্রদান করে। এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করলে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবংঘটনাস্থল থেকে ৭/৮জনকে এলাকাবাসী আটক করে খালিশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আরো পড়ুন