রবিবার, ০৪ মে ২০২৫

যন্ত্রণা সইতে না পেরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দিলেন মা

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ১, ২০২৫

মাদারীপুরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় এ ঘটনা ঘটে।

ছেলের যন্ত্রণা সইতে না পেরে মা সেতু থেকে ফেলে দিয়েছেন বলে স্বীকারোক্তিও দিয়েছেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে ছেলে। আড়িয়াল খাঁ নদে নিখোঁজ ১৫ বছরের নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই ৬ বছরের মেয়ে ও ১৫ বছরের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আড়িয়াল খাঁ সেতুর রেলিং এর ওপরে বসে ছিলেন ওই নারী। রাতে সেতুর উপরে মানুষের চলাচল কমে আসলে রেলিং এর উপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন মা রিজিয়া বেগম (৪৫)।

বিষয়টি স্থানীয়রা দেখে রিজিয়াকে আটক করে ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান শিল্পী অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু করে। তবে নিখোঁজ ওই প্রতিবন্ধীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, প্রতিবন্ধী ছেলের যন্ত্রণা সইতে না পেরে এমন কাণ্ড করেছে অভিযুক্ত রিজিয়া বেগম৷ তিনি ঘটনা স্বীকারও করেছেন।

আরো পড়ুন