শনিবার, ২৬ জুলাই ২০২৫
প্রকাশিত: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কোনো পুলিশ যদি আসামিকে গ্রেপ্তার করতে যায় তার আইডি থাকতে হবে। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তি সেটা দেখতে চাইলে পুলিশ দেখাতে বাধ্য থাকবে। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে সিধান্ত হয়— এখন থেকে যে পুলিশ অফিসার গ্রেপ্তার করবে তার ক্লিয়ার আইডেন্টিটি থাকতে হবে, নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড থাকতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার হচ্ছে, সে চাহিবামাত্র যে পুলিশ গ্রেপ্তার করছে তাকে আইডি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি।’
গ্রেপ্তার প্রক্রিয়া তুলে ধরে আসিফ নজরুল বলেন, ‘এরপর তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যতদ্রুত সম্ভব গ্রেপ্তার ব্যক্তির পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে যে, ওকে গ্রেপ্তার করেছি আমরা, এই কারণে গ্রেপ্তার করেছি, এই মামলায় গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার ব্যক্তি এখানে আছেন। যতদ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই ১২ ঘণ্টার বেশি সময় নেয়া যাবে না, এর মধ্যে জানাতেই হবে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে বা সে যদি বলে আমি অসুস্থ বোধ করছি, তাহলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসার সুবিধা দিতে হবে। এছাড়া আমরা বলেছি, প্রত্যেকটা গ্রেপ্তারের ক্ষেত্রে একটা মেমোরান্ডাম অব অ্যারেস্ট থাকতে হবে।’
আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা জানেন, সন্দেহের অবকাশে “ফিফটি ফোর” এ ইচ্ছামত গ্রেপ্তার করা হতো। এখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি। আমরা বলেছি, আপনি যদি সন্দেহের অবকাশে গ্রেপ্তার করেন, আপনাকে বা যে পুলিশ গ্রেপ্তার করবে তাকে নিশ্চিত হতে হবে যে, আমি এ লোকটাকে গ্রেপ্তার করেছি, আমার সামনে এ ঘটনা ঘটেছে এবং তাকে লিখিতভাবে এক্সপ্লেইন করতে হবে, কেন সে ফিফটি ফোরে গ্রেপ্তার করলো।’